Details
অশোক সেন নিজের পুরনো লেখার গ্রন্থায়নের ব্যাপারে কোনদিনই খুব আগ্রহী ছিলেন না। তাঁর মৃত্যুর পরে নানান পত্র-পত্রিকায় ছড়িয়ে থাকা লেখাগুলি থেকে বেছে গুছিয়ে এই তাঁর প্রয়াণপরবর্তী তৃতীয় প্রবন্ধ সংকলন। এই সংকলনে আছে বাইশটি প্রবন্ধ। আমাদের প্রগতি সন্ধান, নতুন সাংস্কৃতিক বোধের বিকাশ এবং সেই পরিপ্রেক্ষিতে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথের মতো মানুষদের বৌদ্ধিক টানাপোড়েনের কথা। আছেন কার্ল মার্কস, একটু ভিন্ন পরিচয়ে। মার্কসের বিপুল সাহিত্যপাঠের কথা সুপরিচিত। কথায় কথায় সেফোক্লেস, ইস্কাইলাস,
ইউরিপিদিস, শেক্সপিয়ারের উল্লেখ ও উদ্ধৃতি পাওয়া যায় তাঁর রচনায়। গ্যয়টে ও হাইনের অনুরাগী পাঠক ছিলেন তিনি। বালজাক ও রুশো তাঁর অতি প্রিয় লেখক। এ হেন মার্কস ইউজেন স্যু-র ' দ্যা মিস্ট্রিজ অব্ প্যারিস " উপন্যাসটি কোন দৃষ্টিতে পড়ছেন তার তাৎপর্য পাই আমরা " একটি উপন্যাসের পাঠক কার্ল মার্কস" প্রবন্ধে। কোন সৃষ্টিশীল মনের মানুষ যখন অন্য কারো রচনা পাঠ করেন তখন সেই পাঠ প্রক্রিয়াতে জড়িয়ে যায় তাঁর নিজের ভাবনার ভুবন। তাই সেই ভুবনের পরিচয়ের জন্যও এই পাঠক্রিয়া হয়ে ওঠে এক রকমের উপকরণ।
সেই অর্থে বইটিতে লেখকের মনের এক দীর্ঘ যাত্রাপথের হদিশ মেলে। সময় সংসর্গে চিন্তাজগতের যে অমসৃণতা তাঁকে বহন করতে হয়েছে, যেমন যেমন মোকাবিলা করতে হয়েছে সেই ভার -বহনের, তার সম্যক পরিচয় আছে চার পর্বে বিভক্ত এই সংকলনে।
প্রকাশনা - সেরিবান